Top
সর্বশেষ

তিতাসের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছেঃ ব্যবস্থাপনা পরিচালক

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
তিতাসের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছেঃ ব্যবস্থাপনা পরিচালক

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরে বেশ কয়েকটি উন্নয়ন কাজ চলমান রয়েছে, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারসহ সংশ্লিষ্ট অনিয়ম রোধে কঠোরভাবে মনিটরিং হচ্ছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এমডি হারুনুর রশিদ মোল্লা। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান৷

এসময় তিনি সাংবাদিকদের আরো জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অগ্রগতির ফলে দেশে অভাবনীয় সাফল্য এসেছে ৷
তিতাস গ্যাসের এখন আর চিহ্নিত কোনো অবৈধ সংযোগ নেই, ২২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে অনিয়মের দায়ে বিভিন্নভাবে শাস্তির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ৫৫ থেকে ৬০ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে ৷

নারায়নগঞ্জ জেলায় ৪ হাজার ৪৩১টি স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে, গাজীপুর জেলায় জেলাটিতে ১ লাখ ৪৯৪টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে ৪ হাজার ৬৮৫টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। ঢাকার দুই সিটিতে ৯৭ হাজার ৯৯৯টি অবৈধ ব্যবহারকারী ছিল। দক্ষিণে ১২ হাজার ৭৭৪টি গৃহস্থালির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস বকেয়া গ্যাস বিলের কারণে ৮২ হাজার ৪৮২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। অন্যদিকে তিতাস অবৈধ ব্যবহারের জন্য ৬৪৪টি সংযাগ বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে শিল্পে ২৫০টি, বাণিজ্যে ৩২৯টি, ক্যাপটিভে ৫৫টি, সিএনজিচালিত অটোরিকশাতে ১০টি।

তিনি আরও বলেন তিতাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফলতার কারণে অর্থনীতি দ্রুত উন্নয়ের পথে ৷ ফলে সব শ্রেনী পেশার মানুষের কাছে সুবিধা পৌছানোর পথ সুগম হয়েছে।  এই সাফল্য যেমন বর্তমান সরকার তেমনি এই সাফল্যের জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজ দায়িত্ব পালন করছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীগন ৷

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এমডি হারুনুর রশিদ মোল্লা এ সময় আক্ষেপ করে সাংবাদিকদের বলেন, অপপ্রচার চালিয়ে গণমাধ্যমে আমাকে জড়িয়ে তিতাস গ্যাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সরকারের সাফল্য ম্লান করার প্রচেষ্টা চালাচ্ছেন ৷ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে ৷ আমার কর্মময় জীবনে আমি নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি ৷ এ বিষয়ে তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মকর্তা কর্মচারীসহ সকলকে সতর্ক থাকার আহব্বান জানান ৷

শেয়ার