Top
সর্বশেষ

ইসরায়েরেল-ফিলিস্তিনের সরকার প্রধানদের সাথে বাইডেনের ফোনালাপ

১৫ অক্টোবর, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ
ইসরায়েরেল-ফিলিস্তিনের সরকার প্রধানদের সাথে বাইডেনের ফোনালাপ

ইসরায়েরেলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শনিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধরত দুই ভূখণ্ডের সরকারপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এই ফোনালাপের সংবাদ নিশ্চিত করেছে হোয়াইট হাউস। রয়টার্স এই খবর দিয়েছে। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকেই গাজা ভূখণ্ডে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ। সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে ইসরায়েলের বিমান বাহিনীর ব্যাপক বোমা হামলায় মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বিধ্বস্ত গাজা ভূখণ্ড।

‘ইসরায়েল-ফিলিস্তিনের সংঘর্ষকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে না পড়া ঠেকাতে ওই অঞ্চলের মিত্র ও অংশীদারদের সঙ্গে সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের ফোনকলে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনের প্রেসিডেন্টকে এই বার্তাই দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট। সেই সঙ্গে ইসরায়েলের প্রতি অটুট সমর্থন এবং ফিলিস্তিন, বিশেষ করে গাজা ভূখণ্ডের বাসিন্দাদের শিগগির মানবিক সহায়তা ও ত্রাণ পাঠাতে প্রয়োজোনীয় পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’

শেয়ার