Top

কালিয়ার রেপ্লিকার আইপিওতে আসার প্রক্রিয়া শুরু

০১ নভেম্বর, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
কালিয়ার রেপ্লিকার আইপিওতে আসার প্রক্রিয়া শুরু

পুঁজিবাজারে আসবে একমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কালিয়ার রেপ্লিকা লিমিটেড। এটি একটি প্যাকেজিং প্রতিষ্ঠান। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

মঙ্গলবার বিকেলে (৩১ অক্টোবর) রাজধানীর গুলশানে কায়লার রেপ্লিকার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল, প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান কায়লার রেপ্লিকার কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবেও কাজ করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং কায়লার রেপ্লিকার পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কায়লার রেপ্লিকার প্রধান অর্থ কর্মকর্তা কাজি এমডি সাইফুল ইসলাম এফসিএমএ, একমি ল্যাবরেটরিজর নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ বদরুদ্দিনসহ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

শেয়ার