Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ভারত থেকে এলো ৩৬০ টন পেঁয়াজ

১৮ ডিসেম্বর, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
ভারত থেকে এলো ৩৬০ টন পেঁয়াজ

পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ৩৬০ টন পেঁয়াজ ভারত থেকে এসেছে। গতকাল রোববার ও আজ সোমবার (১৮ ডিসেম্বর) ১৮টি ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম। বলেন, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। তবে এর আগে যে এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে বন্দরে প্রবেশ করছে। গতকাল ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। আজ দুপুর পর্যন্ত ৮টি ট্রাকে আরও ১৬০ টন পেঁয়াজ এসেছে। ট্রাকগুলো ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল।

এরআগে, গত ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়া হয়।

ভারত রফতানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই সারা দেশে হু হু করে বেড়ে যায় দাম। পরবর্তীতে, চীন ও পাকিস্তান থেকে আমদানি করা হয় ২২৬ টন পেঁয়াজ।

এম জি

শেয়ার