Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সদস্যগণের স্বার্থেই বিজিএমইএ-কে কাজ করতে হবে: ফয়সাল সামাদ

২৩ ডিসেম্বর, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
সদস্যগণের স্বার্থেই বিজিএমইএ-কে কাজ করতে হবে: ফয়সাল সামাদ

তৈরি পোশাক শিল্পে আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য ফোরাম নেতৃবৃন্দ বিগত ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে বিজিএমইএ-এর সাধারণ সদস্যগণকে ঢাকার উত্তরা ক্লাবে আমন্ত্রণ জানান। ফোরামের আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন কারখানার ১৫০ জন মালিক স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। ভিন্ন আঙ্গিকে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সদস্যগনের বক্তব্য ও অভিমতকে প্রাধান্য দিয়ে আলোচনা সঞ্চালিত হয়। মালিকগণ তাদের উদ্বেগের বিষয় যেমন, এইচএস কোডের দ্বৈততা নিরসন, সরকারি প্রতিষ্ঠানের সাথে বোঝাপড়া বৃদ্ধি, ব্যবসা সহজীকরন, এক্সিট পলিসি, পণ্যের যৌক্তিক মূল্য সহ ৩২টি বিষয় উত্থাপন করেন। ফোরাম প্যানেল লিডার জনাব ফয়সাল সামাদ প্রতিটি বিষয়ে তাঁর ভিশন ও মিশন উপস্থাপন করেন।

তিনি বলেন সদস্যগণের স্বার্থেই বিজিএমইএ-কে কাজ করতে হবে। বিজিএমইএ-র আসন্ন নির্বাচনে তিনি ফোরাম প্যানেলের উপর সকলকে আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে সদস্যগণের স্বার্থ রক্ষায় ফোরাম অনন্য এক প্ল্যাটফর্ম।

এ প্রসঙ্গে তিনি কোভিড অতিমারির ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর সহায়তায় আমরা একটি কারখানাও বন্ধ হতে দেইনি। তৈরি পোশাক শিল্পে সার্বক্ষনিক সহায়তার জন্য প্যানেল লিডার মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উম্মুক্ত আলোচনায় ফোরামের সভাপতি জনাব আবদুস সালাম এবং মহাসচিব জনাব আসিফ ইব্রাহিম সহ প্যানেল সদস্যগন, প্রাক্তন সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার