Top

দূর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব : ভূমিমন্ত্রী

২৯ ডিসেম্বর, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
দূর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব : ভূমিমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। তাই আমার ব্যবসা বাণিজ্য রয়েছে। কিন্তু যারা আমার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছেন তাদের উদ্দেশ্য আমি চ্যালেঞ্জ করছি, এক টাকার দূর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি ভূমিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর “দলিল যার জমি তার” এই আইন পাস করেছি। জোর করে জমি দখলকারীরা আমার বিরুদ্ধে লাগতে পারে।

চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)র আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় কাফকো অফিসার্স ক্লাবে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, আনোয়ারা কর্ণফুলী এক সময় অবহেলিত এলাকা ছিল। এখন ওযান সিটি টু টাউন বাস্তবায়ন হতে যাচ্ছে। টানেল হওযার ফলে এই এলাকা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ১৫ বছরে যে উন্নয়ন করেছে বিগত সময়ে কোন সরকার এই উন্নয়ন করা সম্ভব হয়নি, এর পেছনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। আমরা বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্ব ভাতা, অবসরকালীন ভাতা, বয়ষ্কভাতাসহ অনেক কিছু চালু করেছি।

 

আমাদের সফলতার গল্প অনেক একটা বিষয়ে শুধু আমরা পেছনা পড়েছি সেটা দ্রব্যমূল্য। এটা বিশ্বের মহামারি ও যুদ্ধের কারনে। বিশ্বের বড় বড় দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপি ভোটারদের ভয়-ভিতি দেখাচ্ছে। তারা নির্বাচনে না এসে ভোট বানচাল করতে চাই। তাদের এই ষড়যন্ত্র সফল হবেনা। আপনারা ভোট দিতে যাবেন এবং নৌকা মার্কায় আমি আপনাদের থেকে ভোট চাই।

বিএনপি লন্ডনে বসে অসহযোগের ডাক দিল, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ছে। এসব কার সার্থে। তরুণ প্রজন্মের কাছে আমার দাবী থাকবে আপনাদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষের শক্তিকে দেবেন, নৌকা মার্কায় দেবেন।

কাফকো সিবিএ’র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী, কাফকোর চীফ অপারেশনস অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক, ডিজিএম এডমিন মোরশেদ চৌধুরী, সিবিএ’র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আফরুজা সুলতানা, সিবিএ’র উপদেষ্টা মো: মোবারক, অর্থ সম্পাদক আবু তাহের,সিবিএ নেতা রাশেদ রাসেল, খোকন আইচ, জসিম উদ্দিন খান প্রমুখ।

 

শেয়ার