Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

‘চাঁদপুরকে লুটেরা মুক্ত করতে স্বতন্ত্রপ্রার্থী হয়েছি’ : ড. শামছুল হক ভূঁইয়া

০৩ জানুয়ারি, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
‘চাঁদপুরকে লুটেরা মুক্ত করতে স্বতন্ত্রপ্রার্থী হয়েছি’ : ড. শামছুল হক ভূঁইয়া
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া বলেছেন, আমি আওয়ামী পরিবারের সদস্য হয়েও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কারণ চাঁদপুর লুটেরাদের হাতে চলে গেছে। দুর্নীতিবাজ, লুটেরা চাঁদপুরের অনেক বদনাম করছে। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে ম্লান করে দিয়েছে। এই লুটেরাদের হাত থেকে চাঁদপুরকে মুক্ত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বাগাদী, কল্যাণপুর এবং বিষ্ণুপুর, মৈশাদী, শাহমামুদপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

ড. শামছুল হক ভূঁইয়া আরো বলেন, আমাদের নৌকায় অসংখ্য সাঁপ, পোকা, কীটপতঙ্গ বাসা বেঁধেছে। নৌকা থেকে এসব কীটপতঙ্গ তাড়াতেই হবে। কিছু দুর্নীতিবাজ, ভূমিদস্যু, টেন্ডারবাজ, লুটেরা চাঁদপুরের অনেক বদনাম করেছে। তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে ম্লান করে দিয়েছে। এরা অবৈধভাবে সরকারের জমি আত্মসাৎ করেছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চাঁদপুরকে ভাঙ্গনের মুখে ঠেলে দিয়েছে। তাদের হাত থেকে চাঁদপুরকে রক্ষা করতে হবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ভোটারদের উদ্দ্যেশে আরো বলেন, অনেকেই আমান ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবারে নির্বাচনকে উৎসব মুখর এবং অবাদ ও সুষ্ঠু করার ক্ষেত্রে বদ্ধপরিকর। তিনি নির্বাচনে দলের নেতাকর্মীদের স্বতন্ত্রপ্রার্থী হওয়া উন্মুক্ত করে দিয়েছেন। তাই ভোটারদের বলব, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারো কোন হুমকি-ধোমকির কাছে আপনাদের ভোটের অধিকার বিসর্জন দিবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুরকে আরো উন্নত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া কালু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হক পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহালম মিয়াজীসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

 

শেয়ার