Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

মিরসরাইয়ে পাহাড়িদের মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ

১৪ জানুয়ারি, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে পাহাড়িদের মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে পাহাড়ে বসবাসকারী সুবিধাবজ্ঞিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এবং করেরহাট ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শান্তিনীড়ের ১২তম শীতবস্ত্র বিতরণ-২০২৪ কার্যক্রম সম্পন্ন হয়।

এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট- এ প্রতিপাদ্যে বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে কম্বল পৌঁছে দিয়েছে সংগঠনটি। শীতবস্ত্র প্রকল্পের দায়িত্বে থাকা সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মো. শওকত হোসেন ও কার্যনির্বাহি সদস্য রাজু দে’র পরিচালনায় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নলকো ইন্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কমল ত্রিপুরা, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য কামরুজ্জামান, সাইবেনিখিল পাড়ার সর্দার ঊষা ত্রিপুরা, আশ্রয়ণ প্রকল্প পাড়ার সর্দার সুমন ত্রিপুরা।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বকর ছিদ্দিক রিশাত, সংগঠনের সদস্য আখতার হোসেন, মাসুম সোহান সাদ, নুর ছালাম লিমন, মাহমুদুল হাসান জাভেদ, মো. সাগর প্রমুখ। এসময় অসহায় পাহাড়ি ২শ জনের মাঝে ১ম ধাপে ৩টি ভিন্ন স্পটে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, বরাবরের মত অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি শান্তিনীড় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে যা টানা ১২ বছর যাবত চলমান রয়েছে।

শেয়ার