Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চাঁদপুরে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়েছে শিশু রোগী

১৬ জানুয়ারি, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
চাঁদপুরে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়েছে শিশু রোগী
চাঁদপুর প্রতিনিধি :

চার নদীর জেলা চাঁদপুরে গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েই চলেছে। সকালের শেষ সময় থেকে মধ্যদুপুর পর্যন্ত সূর্যের দেখা মিললেও ঠান্ডা কমছে না। এতে করে জেলায় শীতজনিত রোগীর সংখ্যাও বাড়াছে। এসব রোগীর মধ্যে নবজাতক, শিশু ও বয়ষ্কদের সংখ্যাই বেশি। সাধারণত শীতের মৌসুমে রোগ-বালাই কম হলেও ঠান্ডাজনিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

চাঁদপুর আড়াইশ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা কিছুটা অন্যান্য রোগী কিছুটা কম। তবে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। এদের অধিকাংশরাই শিশু। শুধু আউটডোরেই নয়, শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। এ হাসপাতালে বর্তমানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮১ জন শিশু রোগী। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৪ জন শিশু রোগী।

১৬ জানুয়ারি মঙ্গলবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড ও আউটডোর ঘুরে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক নবজাতক ও শিশুকে ভর্তি করা হয়েছে। এসব শিশুর মধ্যে কেউ কেউ সর্দি কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও কেউ কেউ বেশ কিছুদিন ধরে ভর্তি থেকর চিকিৎসা নিচ্ছেন।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা পারুল বেগম তার শিশুপুত্রকে ঠান্ডাজনিত রোগের কারণে ভর্তি করিয়েছেন। তিনি বলেন, এবার শীত তেমন ছিলনা। গত এক এসপ্তাহ থেকে হঠাৎ করেই শীত বেড়ে যায়। এতে তার শিশুপুত্রের জ্বর-সর্দী হয়। ফার্মেসী থেকে ঔষদ খাইয়ে কাজ হয়নি তাই হাসপাতালে ভর্তি করেয়েছি। প্রথমে বেড মেলেনি, তাই মেঝেতেই বিছানা পেতেছিলেন। এরপর বেড খালি হওয়ায় তারা এখনে বেড পেয়েছে।

ফরিদগঞ্জ থেকে আসা আয়েশা বেগম বলেন, সকালে শিশুমেয়েকে নিয়ে এসেছি, ভর্তির পরপরই ডাক্তার এসে দেখে গেছেন। হাসপাতালের নার্স এবং ডাক্তাররা অনেক অন্তরিক। বর্তমানে তার শিশুমেয়ে একটু সুস্থ আছেন।

শিশু ওয়ার্ডের ভর্তি অন্যান্য শিশুর স্বজনরা জানান, সকাল থেকে বেশ কয়েকজন শিশু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের বর্তমান পরিবেশ নিয়ে তারাও সন্তুষ্টি প্রকাশ করেন।

হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্য ফেরদৌসি আক্তার বলেন, বর্তমানে তার ওয়ার্ডে ৮১ জন শিশু ভর্তি আছে। যা গতকাল ছিলো ৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৪ জন আর ছুটি পেয়েছে ৩৬ জন শিশু। বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যা বেশি।

তিনি বলেন, শীত বেড়ে যাওয়ায় শিশুদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়া দেখা দিচ্ছে। এর থেকে উত্তরণে মায়েদের সজাগ থাকতে হবে। শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে তাদের খেয়াল রাখতে হবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে এখন রোগীর সংখ্যা স্বাভাবিক। শীতে রোগী কিছুটা কম থাকে। তবে শীতজনিত শিশু রোগী কিছুটা বেশি। এমনিতে অন্যান্য সময়ে হাসপাতাল শিশু ওয়ার্ডে একশ থেকে দেড়শ রোগী ভর্তি থাকে। বর্তমানে এ সংখ্যা একশর নিচে রয়েছে। তারপরেও শীতে শিশুদের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ঔষদ সরবরাহ পর্যাপ্ত রয়েছে।

পরামর্শ হিসেবে প্রাজ্ঞ এই চিকিৎসক বলেন, এই সময় নবজাতক ও শিশুদের মায়ের কাছাকাছি রাখতে হবে। তাদের উষ্ণ রাখতে হবে। ঠান্ডা লাগানো যাবে না। ভোর সকাল কিংবা সন্ধ্যার পর শিশুদের বাইরে না বের করতে পারলেই ভালো। একদিন পর পর গোসল করানো এবং কুসুম গরম পানি খাওয়াতে হবে। সুষম খাবারের পাশাপাশি তাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিতে হবে। শিশুদের ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এছাড়া শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে তাদের নানা ধরনের রোগ-ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।

শেয়ার