Top
সর্বশেষ

করোনায় ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৪১

২৭ মে, ২০২০ ৯:২৭ পূর্বাহ্ণ
করোনায় ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৪১

বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৮৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৮০১৫ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৬৬ হাজার ৪৫৬ জনের। আক্রান্ত হয়েছেন ৩৮২৯২ জন । নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হযেছেন ৩৪৬ জন, মোট সুস্থ হয়েছেন ৭৯২৫ জন। মৃতদের ২০ জন পুরুষ ও ২ জন নারী। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১০ এবং সিলেটের ২ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাড়িতে ১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৮১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৯৯৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৩৮০ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার