Top
সর্বশেষ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৮

২৪ জানুয়ারি, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৮

ইউক্রেনের বিভিন্ন বড় বড় শহরের দুই শতাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি।

বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই শতাধিক এলাকায় হামলা হয়েছে। এদের মধ্যে ১৩৯টি ঘরবাড়ি রয়েছে। অনেক মানুষ মারা গেছেন। তারা সাধারণ মানুষ।

রাশিয়ার এসব হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, রাশিয়ার যুদ্ধ নিশ্চিতভাবে তাদের দেশে নিয়ে যাওয়া হবে। এটা যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দেওয়া হবে। সেখানেই এটা দমন করা হবে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তিন দফা হামলা হয়েছে। রাজধানী কিয়েভ ও মধ্য ইউক্রেনে হামলা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে অনবরত গোলাবর্ষণ করছে রাশিয়া।

ওলেক্সান্দ্রা তেরেখোভিচ নামে এক নারী জানান, প্রথম বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাড়ির করিডোরে যাই। এরপর দ্বিতীয় বিস্ফোরণটি হয় আমাদের পাশের ভবনে। এর জেরে আমাদের ঘরের দরজা ও জানালা ভেঙে যায়।

তিনি বলেন, আমাদের চোখে আর জল নেই। আমাদের দেশে দুই বছর ধরে এসব হচ্ছে। আমরা আতঙ্ক নিয়ে বসবাস করছি।

বিএইচ

শেয়ার