Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চাঁদপুর কলেজ অধ্যক্ষ রতন মজুমদারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৬ জানুয়ারি, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
চাঁদপুর কলেজ অধ্যক্ষ রতন মজুমদারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি :

ট্রান্সজেন্ডার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন মজুমদারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় পুরানবাজার লোহারপুল চত্বরে এলাকায় বিক্ষোভ শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসের সামনে মানবন্ধনের পুরাণবাজার ডিগ্রী কলেজ সাধারণ শিক্ষার্থীরা। তবে কলেজ ক্যাম্পসের সামনে পুলিশ এবং দলীয় নেতা-কর্মীদের উপস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করতে পারেননি। এ নিয়ে  কলেজ ক্যাম্পাস এলাকায় উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাধারণ শিক্ষার্থীরা লোহারপোল চত্বরে মানববন্ধন করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী আবদুল্লাহ সজিব, মো. শাহাদাত ও জুয়েল রায়হান তাদের বক্তব্য বলেন, তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী আমাদের মতই মানুষ। তাদের প্রতি ইসলাম এবং বাংলাদেশে মানুষ সব সময় সহনশীল। কিন্তু  সম্প্রতি একটি পাঠ্যবইয়ে তৃতীয় লীঙ্গ এবং ট্রান্সজেন্ডারকে গুলিয়ে একটি গল্প ছাপানো হয়েছে। সে বিষয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। অথচ আমাদের পুরনবাজার কলেজের অধ্যক্ষ রাতন মজুমদার সেই বক্তব্যকে কেন্দ্র করে ইসলাম এবং দাড়ি টুপিকে কটুক্তি করে ফেসবুকে বাজে মন্তব্য করেছেন। তিনি দাড়ি-টুপির কারনে একজন শিক্ষককে জঙ্গী বলে আখ্যায়িত করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ট্রান্সজেন্ডার তথা সমকামিতাতে পক্ষে কথা বলেছেন। তার কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়।  এর আগেও তিনি ইসলাম এবং আলেম-ওলামাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়েছেন। আমরা অবিলম্বে রাষ্ট্র এবং ধর্মবিদ্বেষী এই অধ্যক্ষের প্রত্যাহারের দাবি করছি। অবিলম্বে আমাদের দাবি  না মানলে, আমরা পরবর্তী কর্মসূচি নিয়ে রাজপথে থাকবো।

এ বিষয়ে চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বলেন, আমি কাউকে ব্যাক্তিগতভাবে মন্তব্য করিনি কিংবা ধর্মীয় বিশ্বাসে আঘাত করিনি। একজন শিক্ষক কিভাবে প্রকাশ্যে পাঠ্য বই ছিঁড়ল, সেই বিষয়ে শুধু মন্তব্য করেছি। তার কোন কথা থাকলে তিনি লিখিতভাবে জানাতেন।

উল্লেখ্য : জাতীয় শিক্ষাক্রমের এক পাঠ্যবইয়ে থাকা ট্রান্সজেন্ডার বিষয়ক অধ্যায় নিয়ে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। সে বিষয়ে নিজের ফেইসবুক ওয়ালে মন্তব্য করেন পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। তিনি লিখেন- (হুবহু তুলে ধরা হলো) ‘এই জঙ্গিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করেছে কে? ও চেহারায়ও জঙ্গি মনে মনে প্রানেও জ,ঙ্গি। ও যাদেরকে পড়াবে তারাও জঙ্গি হবে। মুক্তিযুদ্ধ বিদ্বেষী পাগলা নুরার প্রোডাক্ট কোটা আন্দোলনের সা,গু যখন ব্রাক ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ পেয়ে এখন জ,ঙ্গি তৈরি করছে। এই বস্তুখানা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র ছিল। ওইটা আর একটা জ,ঙ্গি তৈরির কারখানা। এই দুইটা বিশ্ববিদ্যালয় এখন বন্ধ করে দেয়া উচিত।’। তবে ব্যাপক সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন।

শেয়ার