Top
সর্বশেষ

খুলনায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

২৭ জানুয়ারি, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
খুলনায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া কমলপুর গ্রামে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

মৃতরা হচ্ছেন- কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) ও তার দুই সন্তান ফাতেমা (৬) ও ওমর (৭ মাস)।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ডলি বেগম নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

তবে তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা।

সুকান্ত সাহা বলেন, সকাল ১০টা-১১টার দিকে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করেছে।

বিএইচ

শেয়ার