Top
সর্বশেষ

বিমান বিধ্বস্তে নিহত ইউক্রেনের ৭৭ সেনার লাশ ফেরত দিয়েছে রাশিয়া

২৭ জানুয়ারি, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
বিমান বিধ্বস্তে নিহত ইউক্রেনের ৭৭ সেনার লাশ ফেরত দিয়েছে রাশিয়া

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ইউক্রেনের ৭৭ সেনার লাশ ফেরত দিয়েছে রাশিয়া।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক দিন পর শুক্রবার (২৬ জানুয়ারি) তাদের লাশগুলো ফেরত দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রাশিয়ার ওই সামরিক বিমান বিধ্বস্তের ঘটনার এখনো কোনো সুরাহা হয়নি। তবে একে অপরকে এখনো দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। বিমান বিধ্বস্তের বিষয়ে নতুন অভিযোগ তুলছে উভয়পক্ষই।

রাশিয়া জানায়, ইউক্রেন বাহিনীই বেলগোরোডের সীমান্ত অঞ্চলে গুলি করে বিামনটিকে ভূপাতিত করেছে। ফলে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন।

তবে কিয়েভ রাশিয়ার এ অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও কর্মকর্তারা বন্দিশালা বোর্ডে ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক বিমানের ব্ল্যাকবক্সগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মস্কোর একটি বিশেষ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এদিকে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার সত্যতা পরিষ্কারভাবে সামনে আনার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়া ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের জীবন নিয়ে খেলছে।

বিএইচ

শেয়ার