Top

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

২৮ জানুয়ারি, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে রেজাউর রহমান (৪৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রেজাউর রহমান টাঙ্গাইল সদরের মৃত মতিউর রহমানের ছেলে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউর রহমান বন্ধুদের সঙ্গে সেন্টমার্টিন ঘুরতে যান। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে হোটেলে উঠেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শনিবার (২৭ জানুয়ারি) রাতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে তাকে দ্বীপ থেকে নিয়ে গেছেন স্বজনেরা।

ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএইচ

শেয়ার