Top

ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

২৯ জানুয়ারি, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৬৫ ফিলিস্তিনি। এছাড়া এই সময়ে মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ২৯০ জন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  এ খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯টি পরিবারে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া আইডিএফ’র অবরোধের ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফলে অনেক আহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই নারী এবং শিশু।

এছাড়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮৭ জনে।

জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা।

বিএইচ

শেয়ার