Top

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: মার্কিন জেনারেল

২৯ জানুয়ারি, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন।

সিরিয়া-জর্ডান সীমান্তবর্তী একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের চালানো ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ- জেনারের চার্লস ব্রাউন এ মন্তব্য করেন।

চার্লস ব্রাউন আরও বলেন, আমি মনে করি একটি আঞ্চলিক শক্তি হিসেবে ইরানও আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।

এবিসি নিউজ এক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার একই সময়ে সামরিক ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করবে।

জেনারেল ব্রাউন বলেন, আমাদের উদ্দেশ্য মার্কিন সেনাদের রক্ষা করা, পূর্ণ মাত্রার সংঘর্ষ বা যুদ্ধে জড়ানো নয়।

ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি ব্যাখ্যা করে ব্রাউন বলেন, অবশ্যই ইরান চায় আমাদের সেনাদেরকে আমরা ইরাক থেকে প্রত্যাহার করি। তবে আমরা কেবল তখনই জবাব দেব যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বেধে যাবে। তবে সেক্ষেত্রেও আমাদের সাবধানে পা ফেলতে হবে।

রবিবার (২৮ জানুয়ারি) সিরিয়া-জর্ডান সীমান্তের আল-তানাফ ঘাঁটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেন এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।

সূত্র: এবিসি নিউজ

বিএইচ

শেয়ার