Top
সর্বশেষ

মেসির জোড়া গোলে ৩-০ তে বার্সার জয়

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে ৩-০ তে বার্সার জয়

নিজে করেছেন দুই গোল, জর্দি আলবাকে দিয়ে করিয়ে নিয়েছেন আকেরটি গোল। আর এতে ৩-০ গোলের জয়ে মেসির অবদান ৩ গোলেই।

ন্যু ক্যাম্পে স্প্যানিশ লা লিগার ম্যাচে অবনমন অঞ্চলের দল এলচেকে কাল ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমলো বার্সার। লিগ পয়েন্ট টেবিলে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে তিনে বার্সা। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বড় জয় পেলেও শুরুর দিকে বার্সাকে অবশ্য কাঁপিয়ে দিয়েছে এলচে। দ্বিতীয় মিনিটেই দারুণ এক শট নিয়েছিলেন ফ্রান্সিসকো ত্রিনকাওয়ে। ঝাঁপিয়ে পরে সেই শট ঠেকান বার্সা গোলরক্ষক। তিন মিনিট পর ১০ গজ দূরে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা লুকাস বোয়ে। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি এলচে তারকা।

প্রথমার্ধে বলের দখল ধরে রাখলেও প্রতিপক্ষের রক্ষণে একদমই সুবিধা করতে পারেনি বার্সেলোনা। রোনাল্ড কোম্যানের দলের আক্ষেপ ঘুচেছে গিয়ে দ্বিতীয়ের তৃতীয় মিনিটে। মার্টিন ব্রাথওয়েটের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ডুকে বল জালে জড়িয়ে দেন লিওনেল মেসি।

৬৮ মিনিটে বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন মেসি। মাঝমাঠের খানিক নিচে প্রতিপক্ষের তিন ফুটবলারকে পেছনে ফেলে বক্সে ঢুকে সুবিধাজনক স্থানে থাকা মেসিকে কাটব্যাক করেন ডি ইয়ং। বল ধরে দুজনের বাঁধা এড়িয়ে গোল আদায় করে নেন আর্জেন্টাইন কিংবদন্তি। লিগে মেসির গোলসংখ্যা এখন সর্বোচ্চ ১৭।

৭৩ মিনিটে জর্দি আলবা বার্সার বড় জয় নিশ্চিত করেছেন। মেসির বুদ্ধিদীপ্ত ক্রস হেডে নামিয়ে দেন ব্রাথওয়েট। ছয় গজ দূর থেকেই সেই বল জালে জড়াতে বেশি কষ্ট করতে হয়নি আলবাকে। বদলি হিসেবে মাঠে নামা অ্যান্থনিও গ্রিজমান শেষ দিকে ১ মিনিটের ব্যবধানে দুটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত বার্সার।

শেয়ার