Top
সর্বশেষ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে কাতাইব হিজবুল্লাহর অভিযান স্থগিত ঘোষণা

৩১ জানুয়ারি, ২০২৪ ৯:২৬ পূর্বাহ্ণ
মার্কিন বাহিনীর বিরুদ্ধে কাতাইব হিজবুল্লাহর অভিযান স্থগিত ঘোষণা

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সব ধরনের সামরিক অভিযান স্থগিত ঘোষণা করল ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।

গোষ্ঠীটির সেক্রেটারি-জেনারেল আবু হুসেইন আল-হামিদাউই এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ইরাকি সরকারের বিব্রতকরণ রোধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু আমরা দখলদার (মার্কিন) বাহিনীর বিরুদ্ধে সামরিক ও নিরাপত্তা অভিযান স্থগিত ঘোষণা করছি- ইরাকি সরকারের বিব্রত রোধ করার জন্য- আমরা অন্য উপায়ে গাজায় আমাদের জনগণকে রক্ষা করতে থাকব।

বিবৃতিতে আরও বলা হয়, কাতাইব হিজবুল্লাহর অনেক মিত্র বিশেষ করে ইরান, ইরাক ও সিরিয়ায় মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে চাপ ও উত্তেজনার বৃদ্ধির বিষয়ে আপত্তি জানিয়েছে।

এই ঘোষণার প্রতিক্রিয়ায় মার্কিন হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, কথার চেয়ে পদক্ষেপে বেশি কাজ হয়।

কাতাইব হিজবুল্লাহ হল ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামে একটি গ্রুপের সবচেয়ে শক্তিশালী শাখা। এই গোষ্ঠীটি গত ৭ অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর ১৫০টিরও বেশি হামলা চালানোর দাবি করেছে।

এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনও বিমান হামলা চালিয়েছে এবং ইরাকে ইরান-সমর্থিত গ্রুপ বিশেষ করে কাতাইব হিজবুল্লাহ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: আল জাজিরা

বিএইচ

শেয়ার