Top

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

৩১ জানুয়ারি, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে জিকডো দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হোন। পরে তাকে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেন।

দেশটিতে অবস্থানরত মার্কিন ৮ম ফাইটার উইং ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমানটি সাগরের উপর ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ অনুভব করে ও বিধ্বস্ত হয়।

মার্কিন বিমান বাহিনীর এই ইউনিট বলছে, এক মাসের ব্যবধানে এফ-১৬ যুদ্ধবিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা।

গত মাসে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একই বিমানঘাঁটির অধীনে একই এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান সাগরে বিধস্ত হয়েছিল। সেসময়ও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত বিমান ঘাঁটিটি দেশটিতে মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমানঘাঁটির মধ্যে একটি।

বিএইচ

শেয়ার