Top
সর্বশেষ

ভারতে সামরিক ড্রোন বিক্রিতে মার্কিন কংগ্রেস সদস্যদের বাধা

০১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
ভারতে সামরিক ড্রোন বিক্রিতে মার্কিন কংগ্রেস সদস্যদের বাধা

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা হত্যার চেষ্টার অভিযোগে ভারতে ড্রোন বিক্রিতে বাধা দিয়েছে মার্কিন কংগ্রেস সদস্যদের একাংশ।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে ৩১ জানুয়ারি দ্য ওয়্যারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুক্তি অনুযায়ী প্রস্তাবিত ড্রোনগুলোর মধ্যে ছিল ১৫টি সি গার্ডিয়ান এবং ১৬টি স্কাই গার্ডিয়ান। ভারতের নৌ, সেনা এবং বিমানবাহিনী এই ড্রোন গুলো নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগাতো যার আর্থিক মূল্য তিন বিলিয়ন ডলার।

গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই ড্রোন কেনার চুক্তি করেছিলেন।

যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত রাষ্ট্রীয় এজেন্টের সহযোগিতায় হত্যার চেষ্টা করছে মর্মে অভিযোগ করে মার্কিন এবং কানাডীয় গোয়েন্দা সংস্থা গুলো।

পান্নুনকে হত্যাচেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। এই খবরে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ ভারতের ওপর ক্ষুব্ধ। অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে তারাই বাদ সেধেছেন। এই ঘটনার অর্থপূর্ণ তদন্ত চান তারা।

ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে—শুধু ড্রোন নয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমুদ্রে টহল দেওয়ার জন্য বিমান কেনারও কথা ছিল ভারতের। ছোট-বড় সবগুলো চুক্তির বাস্তবায়নই এবার থেমে গেল।

বিএইচ

শেয়ার