হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম সাফিদ্দিনে বলেছেন, আমরা ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।
হাশেম বলেন, লেবাননের স্বার্থে আঘাত হানে ইসরায়েলের এমন সব কর্মকাণ্ডের শক্তিশালী জবাব দেবে হিজবুল্লাহ।
লেবাননের আল মানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওই হিজবুল্লাহ নেতা আরও বলেন, ইসরায়েলের হুমকি ধামকি সব ফলশূন্য। তারা সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়ে হতাশ হয়ে পড়েছে।
হিজবুল্লাহর এই নেতা জানান, সীমান্ত এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র মোতায়েন করছে তাদের যোদ্ধারা।
হামাস ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ। তারাও গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
বিএইচ