আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মানুষের পাশে আছি। আজও তাদের সাথে আছি। ইতিমধ্যে আমরা প্রায় সোয়া কোটি মানুষের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে যে ত্রাণ নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে।
তিনি বলেন, আমরাই মানুষকে সচেতন করতে লিফলেট, মাস্ক, বস্তিগুলোতে বেসিন স্থাপন, হাসপাতালগুলোতে পিপিই সরবরাহ করা। শুরুতেই আমরা সুনিদিষ্ট প্রস্তাব দিয়ে অর্থনৈতিক প্যাকেজ দিয়েছে। আমরা মনে করি এই প্যাকেজটি অত্যন্ত বাস্তবসম্মত। শুধুমাত্র ৬৬ হাজার কোটি টাকা সাধারণ মানুষকে দিতে বলেছিলাম কিন্তু তারা সেটা করেননি। তারা যে প্যাকেজটি দিয়েছে শুধুমাত্র ব্যাংক ঋণের ভিত্তিতে।
মির্জা ফখরুল বলেন, সুতরাং দেশে-বিদেশে কোথায় প্রশংসিত হচ্ছে তা আমরা জানিনা। তবে এটুকু বলতে পারি আমরা শুধুমাত্র সমালোচনার জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য সহযোগিতা করার জন্য, সরকারের কাছে বারবার হাত বাড়িয়েছি। সরকার সেই হাত গ্রহণ করেননি।
তিনি বলেন, আমরা যে কথাটাই বলি না কেন তথ্যমন্ত্রী একেবারে তোতাপাখির মত বলে যাচ্ছেন আমরা জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছি। বিরোধী দলের কাজ কি সরকারের ভুলত্রুটি গুলো ধরিয়ে দেওয়া। যেখানে ভুল হচ্ছে সেখানে শুধরে দেওয়া। আমরা সেই ত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।
মির্জা ফখরুল বলেন, সত্যি কথা বলতে কি কোন হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়াটা দুরূহ ব্যাপার।সরকারি হাসপাতালগুলোতে একই অবস্থা যারা একটু বিশিষ্ট ব্যক্তি আছেন তারা কেউই যাচ্ছেন না।
তিনি বলেন, সরকার লকডাউন না দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করাকে তাদের অভিজ্ঞতার অভাব তাদের উদাসীনতা এবং কোন দৃষ্টিভঙ্গিতে তারা সাধারণ ছুটি দিলেন।তারা কি মনে করেন যেখানে কোন সমস্যা নেই এ কারণেই তারা সাধারণ ছুটি দিয়েছেন।
লকডাউন না না মানায় মানুষকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
ভার্চুয়াল আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন উনি এখন অনলাইনে আছেন সুতরাং তাকে এখানে আনা সম্ভব নয়।
ঈদের তৃতীয় দিন বুধবার ভার্চুয়াল মাধ্যমে প্রথম সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।