Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

০২ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকার লোকালয়ে একটি ছোটো উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে।এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়।

বিধ্বস্ত হওয়া এলাকাটি ঘণবসতিপূর্ণ ছিল। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমান কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন- তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএইচ

শেয়ার