Top

ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

০৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সেখানে বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের নৃশংসতার শিকার হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে- ইসরায়েলি দখলদার বাহিনী অবরুদ্ধ গাজায় পরিবারগুলোর বিরুদ্ধে ১২টি গণহত্যা চালিয়েছে। এতে বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৫।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

এদিকে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী নির্বিচার আগ্রাসনে গাজায় ২৭ হাজার ২৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৬৬ হাজার ৪৫২ জন।

ইসরায়েলি হামলায় ওই উপত্যকার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

বিএইচ

শেয়ার