Top
সর্বশেষ

ব‌রিশা‌লে শিক্ষার্থী‌দের সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
ব‌রিশা‌লে শিক্ষার্থী‌দের সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ
বরিশাল প্রতিনিধি :

জাতীয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ ব‌র্ষের মৌখিক, ব্যবহা‌রিক পরীক্ষাসহ সকল ব‌র্ষ ও মাষ্টার্স পরীক্ষা গ্রহ‌ণের দাবি‌তে বরিশালে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করে‌ছে সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টা থে‌কে ব্রজ‌মোহন ক‌লে‌জে‌র সাম‌নের সড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ ক‌রে তারা। এ সময় ক‌লে‌জের সামনের সড়‌কে দফায় দফায় বিক্ষোভ মি‌ছিল ক‌রে শিক্ষার্থীরা। বেলা ১২ টার দি‌কে ক‌লে‌জের অধ্যক্ষ ড. গোলাম কিব‌রিয়া নানা আশ্বাস প্রদান কর‌লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থী‌দের।

ব্রজ‌মোহন ক‌লে‌জের ইং‌রেজি বিভা‌গের ছাত্র নুহাশ রহমান ব‌লেন, আমরা ২০১৯ সা‌লে চতুর্থ ব‌র্ষের শিক্ষার্থী। ক‌রোনার কার‌ণে এমনি‌তেই অ‌নেক পি‌ছি‌য়ে গি‌য়ে‌ছি। আমা‌দের ব্যবহা‌রিক ও মৌ‌খিক পরীক্ষা না হওয়ায় কোথাও চাকরীর জন্য আ‌বেদনও কর‌তে পার‌ছি না। তাই আমরা চাই অ‌বিল‌ম্বে আমা‌দের বা‌কি পরীক্ষাগু‌লো নি‌য়ে নেয়া হোক। আর তা না হ‌লে আমা‌দের আ‌ন্দোলন চলবে।

দর্শন বিভা‌গের ছাত্রী শার‌মিন বিথী জানান, অ‌নেক পিছি‌য়ে প‌রে‌ছি। তাই আমাদেরসহ অন্য সকল ব‌র্ষ ও মাস্টা‌র্সের পরীক্ষা গ্রহ‌ণের জন্য জোড় দাবি জানা‌চ্ছি। আমা‌দের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আস‌বো না।

শেয়ার