Top

আবারও ইয়েমেনের ১৫ লক্ষ্যবস্তুতে আমেরিকা-ব্রিটেনের হামলা

০৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
আবারও  ইয়েমেনের ১৫ লক্ষ্যবস্তুতে আমেরিকা-ব্রিটেনের হামলা

ইয়েমেনের বিরুদ্ধে আবার আগ্রাসন চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনের হুদায়দা ও সা’দা প্রদেশের ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন বাহিনী।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ হামলা চালায় তারা।

ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টিভি এই তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, হুদায়দা প্রদেশের রাস ইসা জেলায় আটটি এবং আল-জায়দিয়া জেলায় তিনটি হামলা চালানো হয়। বাকি আগ্রাসনগুলো সা’দা প্রদেশের একাধিক জেলায় চালানো হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে আমেরিকা ও ব্রিটেন।

হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে।

কিন্তু হুথি নেতারা বারবারই এ কথা সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা।

তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে।

সূত্র:প্রেসটিভি

বিএইচ

শেয়ার