Top

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

০৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সম্প্রতি প্রোস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার্লস। এরপর সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যানসারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার চিকিৎসা শুরু হবে। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ধরনের পাবলিক ইভেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন তিনি।

বাকিংহ্যাম প্যালেস আরও জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস পাবলিক ইভেন্টগুলো স্থগিত করায় এখন রাজার দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস মাত্র গত বছর আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হন তৃতীয় চার্লস।

বিএইচ

শেয়ার