রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলপথ মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার। গোল্ডেন হ্যান্ডশেখের কারণে এখন আমাদের ভালো চালক, ফোরম্যান নেই, সব ক্ষেত্রেই একটা সমস্যা। এ সমস্যাগুলো দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, রেলপথকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। রেলের সার্ভিসটা উন্নত করতে বন্ধ রেলপথ চালু ও আধুনিকায়নের কাজ চলছে।
রাজবাড়ী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি হালিমা আকতার শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
বিএইচ