Top

বান্দরবানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
বান্দরবানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবানের লামা থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিমসহ হ্লামং মারমা নামের একজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইয়াংছা ছোটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত আফিমের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হ্লামং মারমা (৩৮) ওই এলাকার মংচাই মারমার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে হ্লামং মারমার বাড়িতে অভিযান চালানা হয়। তার বাড়ির শয়ন কক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ৩ কেজি ৬০০ গ্রাম আফিম জব্দ করা হয়। জব্দকৃত আফিমের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএইচ

শেয়ার