Top

বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান আজও ‘খুব অস্বাস্থ্যকর’ । বুধবার (১৪ ফেব্রুয়ারি) এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

৩০৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তিনে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ২৭৩, অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকায় চারে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ২১৭। এর অর্থ দাঁড়ায়, সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিএইচ

শেয়ার