Top
সর্বশেষ

যশোরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
যশোরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর জোনের কর্মকর্তাদের সম্মেলন সম্প্রতি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে (আইটি পার্ক) অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জোনপ্রধান মোঃ শফিউল আজম।

সম্মেলনে যশোর শাখাপ্রধান মোঃ সারোয়ার হোসাইন, কুষ্টিয়া শাখাপ্রধান মোঃ জয়নাল আবেদীন, নোয়াপাড়া শাখাপ্রধান মোঃ আসাদুজ্জামান এবং প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরানসহ জোন, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এএ

শেয়ার