Top
সর্বশেষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি.।

একুশের প্রথম প্রহরে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এর নেতৃত্বে কেন্দ্র্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. ফয়েজ আলম, আবু নাসের মো. মাসুদ ও মো. মঈনুদ্দিন মাসুদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের বিভিন্ন সংগঠন রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন(সিবিএ), রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এএ

শেয়ার