Top

রাইট শেয়ার ইস্যু করবে জেমিনি সি ফুড

২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
রাইট শেয়ার ইস্যু করবে জেমিনি সি ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড পিএলসির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। আজ কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২:১ অনুপাতে (বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ২টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য কোম্পানিটি ৫০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করেছে ৬০ টাকা।

জেমিনি সি ফুড রাইটের মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ১৮ মার্চ ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

শেয়ার