Top
সর্বশেষ

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান।

এ সময় রূপালী ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার ও ডিজিএম মো. আমিনুল ইসলাম, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার ও ডিজিএম মো. মনজুর হোসেন, ভোলা আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার ও ডিজিএম মো. শফিকুর রহমান, পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার ও এজিএম বিপুল কৃষ্ণ সন্নমত এবং বিভাগের আওতাধীন শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার