জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় চন্দ্র বর্মন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়। ট্রাকের চালক আহত হন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস সড়কের হানাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অতুল জয়পুরহাট পৌর এলাকার বামনপুর দত্তপাড়ার মৃত স্ববেশ্বর বর্মনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির।
ওসি হুমায়ূন কবির জানান, ভ্যানচালক অতুল বামনপুর চারমাথা থেকে ভ্যানে আলু নিয়ে হিচমী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কৃষি কলেজের সামনে তার ভ্যানের এক্সেল ভেঙে ভ্যানটি অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এছাড়া ট্রাকটি ওই ভ্যানকে ও আরও একটি অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় আহত ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
বিএইচ