Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রীর আইসিইউতে মৃত্যু

২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রীর আইসিইউতে মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ১১ নম্বর রোডে ‘শিক্ষাশালা’ কোচিং সেন্টারের শিক্ষক হামিদ মোস্তফা জিসানের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠে। কয়েকদফা ধর্ষণের ফলে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

গত ১৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তির পর মেয়েটির বাবা চান্দগাঁও থানায় জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় ওই কিশোরীর কোচিংয়ের শিক্ষক হামিদ মোস্তফা জিসানকে (২১)। তিনি কক্সবাজারের মহেশখালীর পশ্চিম পাড়ার বাবুল মিয়ার ছেলে।

গত ১৭ ফেব্রুয়ারি ওই শিক্ষককে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। এরপর একদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রীর বাবার করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থী কয়েকমাস ধরে চান্দগাঁও আবাসিক এলাকার ১১ নম্বর রোডের শিক্ষাশালা কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে আসছে। এই সুযোগে কোচিং সেন্টারের শিক্ষক ও মামলার আসামি জিসান তাকে প্রেমের ফাঁদে ফেলে গত বছরের ১৭ ডিসেম্বর কোচিং সেন্টারের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আপত্তিকর অবস্থায় ছবিও ধারণ করা হয়।

পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে কয়েক দফায় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থবোধ করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অন্তঃসত্ত্বা বলে জানান।

ওই ছাত্রীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, কয়েক দফায় শারীরিক সম্পর্কের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে জানাজানি হওয়ার ভয়ে গত ১৫ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ খায় সে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিবারের কেউই জানতো না। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে পরিবার।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাই জবানবন্দি নেওয়া যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শেয়ার