ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র মৃত্যুবরণ করেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে ও এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফাহাদ মোটরসাইকেলে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল। রাঙ্গিয়ারপোতা এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
বিএইচ