Top

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ
ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক শহিদুল ইসলাম রনি (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম রনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর সিয়তা গ্রামের মো. আমজেদ হোসেনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো -ব- ১৪-৬৫২৭) একটি বাসের সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ট-৪৪-৪৪২৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকচালক শহিদুল ইসলাম রনি ঘটনাস্থলে মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, বুধবার দিবাগত রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ভাঙ্গা হাইওয়ে থানায় রয়েছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএইচ

শেয়ার