Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রাম থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নজরুল ও ওয়াসিকা

০১ মার্চ, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রাম থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নজরুল ও ওয়াসিকা

চট্টগ্রাম প্রতিনিধি:

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে ডাক পেয়েছেন চট্টগ্রামের নজরুল ইসলাম চৌধুরী এমপি ও ওয়াসিকা আয়শা খান এমপি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফোন করে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের দুই প্রতিমন্ত্রীসহ মোট ৮ প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

নতুন বর্ধিত এই মন্ত্রিসভায় নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে আজকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও ওয়াসিকা আয়শা খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওয়াসিকা আয়শা খান এমপি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের সন্তান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, মন্ত্রিসভার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রী এবং সরকারের বিষয়। দক্ষিণ চট্টগ্রাম থেকে যদি কেউ যুক্ত হন, সেটি হবে আমাদের জন্য খুশির খবর।

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, চট্টগ্রাম থেকে যদি কোনো নারী মন্ত্রিসভায় যুক্ত হন সেটি মাইলফলক হয়ে থাকবে। যা উত্তর-দক্ষিণ না, পুরো চট্টগ্রামবাসীর জন্য গর্বের। নানা ক্ষেত্রে নারীদের যে বাধা সেটি অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাবে।

উল্লেখ্য, এবারের মন্ত্রিসভায় উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। এতে অভিজ্ঞ ও নতুন মুখ নিয়ে ৩৭ জন সদস্য জায়গা পান।

সংসদে ৪৮ সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর বিরোধী দল জাতীয় পার্টি দিয়েছিল দুজনকে। তাদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবশেষ গত বুধবার তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই।

শেয়ার