Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কোটি টাকা ঋণ দিতে এসে পাঁচ ব্যাংকের চেয়ারম্যান আটক

০৭ মার্চ, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
কোটি টাকা ঋণ দিতে এসে পাঁচ ব্যাংকের চেয়ারম্যান আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ নাসিম রুবেল (৫৪) ও জহির উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত জাবেদ নাসিম রুবেল নিজেকে পুবালী, রূপালী, ডাচ্ বাংলা, মার্কেন্টাইল, ব্র্যাক ব্যাংক ও থ্রী-ডি গ্রুপের চেয়ারম্যান পরিচয় দিয়ে আসছিলেন। এসময় তাদের কাছ থেকে বেশকিছু ঋণ প্রদানের লিফলেট, স্টীকার, ঋণ প্রদানের ফরম ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এওজবালিয়া ইউনিয়নের করমূল্যা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার বাঙ্গারা থানার পীর কাশিমপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে জাবেদ নাসিম রুবেল ও ঢাকার ডেমরা থানার পূর্বপাড়া রুস্তম আলী হাই স্কুল রোড এলাকার শামছুদ্দিনের ছেলে জহির উদ্দিন।

জানা গেছে, গত দুই বছরের বেশি সময় ধরে রুবেল ও জহির দেশের বিভিন্ন স্থানের সাধারণ লোকজনকে প্রথমে টার্গেট করতো। পরে তাদের দূর্বলতার সুযোগ নিয়ে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ/কোটি টাকার ব্যাংক ঋণ (লোন) নিয়ে দিবে বলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। ঋণের ফরম পূরনের জন্য প্রথমে প্রতি ফরম প্রতি বত্রিশশত টাকা নেয়। পরবর্তীতে বিভিন্ন কাগজপত্রের কথা বলে আরও টাকা হাতিয়ে নিয়ে যায়। এলাকা ভিত্তিক কয়েশ লোকের কাছ থেকে ফরম পূরণ ও টাকা নিয়ে একসময় উধাও হয়ে যায় তারা।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা ট্রেন যোগে নোয়াখালীর করমুল্যা বাজারে আসে। সেখানে কয়েকজনের কাছ থেকে ফরমও পুরণ করে নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে। বাংলাদেশ ব্যাংকের ইইএফ লোন, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট’সহ বিভিন্ন ধরনের ঋণের জন্য মানুষের কাছ থেকে ফরম নিয়েছে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে বলেও স্বীকার করেছে তারা।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, চক্রটি বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এ চক্রের দুইজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এ ধরনের প্রতারক থেকে সাধারণ লোকজনেক সর্তক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার