চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী ধ্রুবতারা, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নাগরিক কমিটি ও উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
ওইদিন উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান নুরুল আফছারের সভাপতিত্বে নাগরিক শোকসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
দুই পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক এনায়েত হোসেন মিঠু, শান্তিনীড় সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম ও আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নাগরিক কমিটির মহাসচিব এনায়েত হোসেন নয়ন, সাবেক কাষ্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক শারফুদ্দীন কাশ্মীর, ঢাকাস্থ মিরসরাই প্রফেশনাল সোসাইটির আহবায়ক বিগ্রেডিয়ার অব. মো. মহসিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, নারী উদ্যোক্তা রুহী মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মিরসরাই উপজেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, শান্তিনীড়ের উপদেষ্টা মির্জা জসিম উদ্দিন, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর সংগঠনের ডাঃ আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম রায়হান, শেষ বিদায়ের বন্ধুর সদস্য মো. নিজাম উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, ক্রীড়া ব্যক্তিত্ব মো. দিদারুল আলম, শিক্ষক হোসাইন সবুজসহ বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এসময় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, প্রচার সম্পাদক কামরুল হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, ঝংকার যুব সংঘ, মিরসরাই প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, কাটাছড়া সমাজকল্যাণ অ্যাসোসিয়েশন, শেষ বিদায়ের বন্ধু, আদর্শ গ্রাম শেখটোলা, শতাব্দী ক্লাব, আদর্শ বন্ধু ফোরাম, সৃজন যুব সংঘ, মিরসরাই উপজেলা প্রতিবন্ধী সংগঠন, সেতু সংগঠন,অনির্বাণ যুব সংগঠন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, এবি ফাউন্ডেশন, নির্বাণ যুব সংঘ মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, উত্তরণ, নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদ, স্বপ্ন তরী ৭১, সুদিন কাল, সমাজ বন্ধু, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সমিতি, সংকেত, হিতকরী, চাইল্ড কেয়ার, মিরসরাই ফ্রিল্যান্সার্স কমিউনিটি, প্রজন্ম মিরসরাই, অভিযান ক্লাব, সৈয়দপুর সমাজ কল্যাণ পরিষদ, বিপ্লব সংঘ, সমমনা সংঘ, মিরসরাই নাবিক কল্যাণ সমিতি, ইউসাম, অন্তরঙ্গ, অদম্য যুব সংঘ, বিজলী ক্লাব,ইয়ং স্টার, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, মিশুক, রোটারি ক্লাব অব চিটাগাং এলিটস্, তারুণ্য সংঘ, লায়ন্স ক্লাব মিরসরাই, পরিবর্তন টিম, মিবসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, বাতিঘর, মিরসরাই সমাজ কল্যাণ সংঘ, ব্রাদার্স যুব ও ক্রীড়া সংঘ, জাগ্রত প্রতিভা, আদর্শ ছাত্র ও যুবসমাজ, প্রচেষ্টা ইয়ুথ ফোরাম।