Top
সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘YADEA’ এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

২৫ মার্চ, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ‘YADEA’ এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধন করা হলো ইয়াদিয়া এর এক্সক্লুসিভ শোরুম “ভূইয়া ই-মটরস”। সম্প্রতি ‘ভূইয়া ই-মটরস’ এর তত্ত্বাবধানে  এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মাননীয় মেয়র মিসেস নায়ার কবির। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রানার অটোমোবাইলস পিএলসির ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, হেড অব সেলস টি এম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, সার্ভিস হেড আরিফুল ইসলাম এবং ভূইয়া ই-মটরস এর স্বত্বাধিকারী আলমগীর ভূঁইয়া।

রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক।

এসময় ইয়াদিয়ার পক্ষ থেকে ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ বলেন, ক্রেতাদের এমন সাড়া দেখে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রাখতে পারছি।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ক্রেতারা এই শোরুম থেকে তাদের পছন্দের মডেলের YADEA ইলেক্ট্রিক স্কুটার সংগ্রহ করতে পারবেন।

বিএইচ

শেয়ার