Top
সর্বশেষ

শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার জন্য ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিত নীলনকশা অনুযায়ী নিরস্ত্র বাঙালীর ওপর গণহত্যা শুরু করেছিল।

দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা,অতিরিক্ত জেলা পশাসক(সার্বিক) পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ,সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ও জেলা মুক্তিযুদ্ধা ইউনিটের সাবেক ডিপুটি কমান্ডারএটিএম জিন্নাত আলী।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের কালরাতে পাকবাহিনীর নৃশংস গণহত্যার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার