Top

ফরিদপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২৭ মার্চ, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
ফরিদপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তর (১৪) হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণা করেন।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) স্বপন পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর।এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আশরাফ শেখ, আজিজুল শেখ ও সুজন মাতুব্বর।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ জুন নগরকান্দা উপজেলার মানিকদী পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেনের ছেলে অন্তরকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এরপর বাড়ির পাশের খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই বছরের ১৫ জুন নিহতের মা জান্নাতী বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করলেন বিচারক।

বিএইচ

শেয়ার