Top
সর্বশেষ

ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত!

০১ এপ্রিল, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত!
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজশিক্ষকের নাম রেজাউল করিম একই উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শিক্ষক রেজাউল সকালে যাদবপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথানে যাচ্ছিলেন। পথে উপজেলার কালাফোলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক রেজাউলের মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে।

এসকে

শেয়ার