Top

সড়কে ট্যুরিস্ট বাস উল্টে আহত ২০

০২ এপ্রিল, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
সড়কে ট্যুরিস্ট বাস উল্টে আহত ২০
সিলেট প্রতিনিধি :

সিলেট-ভোলাগঞ্জ সড়কে সাদাপাথর পরিবহন নামে একটি ট্যুরিস্ট বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর পরিবহনের বাসটি ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে সিলেট নগরীর আম্বরখানা থেকে রওনা হয়। ধোপাগুল এলাকায় আসামাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তারাও উদ্ধার কার্যক্রম চালান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাংশু কুমার দে বলেন, সাদাপাথর পরিবহনের বাস উল্টে যাওয়ায় বাসটিতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতবস্থায় ১৫ জনকে পেয়েছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। এর আগে অন্যান্য আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম জানান, আম্বরখানা থেকে বাসটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল নামক স্থানে উল্টে যায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।

এসকে

 

 

শেয়ার