পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী স্ত্রী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। আদালতে শুনানির সময় বিচারকের কাছে এমন অভিযোগ করেন ইমরান খান।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ এপ্রিল) আদিয়ালা কারাগারে বসা আদালতের শুনানিতে অংশ নেন ইমরান খান।
এ সময় ইমরান বিচারকের উদ্দেশ্যে বলেন, বুশরা বিবির ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে। এ সময় ইমরান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান।
ইমরান খান আরও বলেন, আমি জানি এর পেছনে কারা রয়েছে। বুশরা বিবির কোনো ক্ষতি হলে পাকিস্তানের সেনাপ্রধানকে দায়ী করা উচিত। কারণ একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইসলামাবাদে তার বানি গালার বাসভবন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সবকিছু নিয়ন্ত্রণ করছিলো।
উল্লেখ্য, ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। অপরদিকে রাজধানীর ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী তাঁর স্ত্রী বুশরা বিবি। ওই বাড়িটিকেই সাবজেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।
এআরএস