Top

পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত তিন বন্ধু

০৬ এপ্রিল, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত তিন বন্ধু

ইউসুফ আলী সওদাগর,ফেনী:

ঈদ কেনাকাটায় যাচ্ছিলেন একই গ্রামের ১১ বন্ধু। ফেনীতে বালুবাহী ট্রাকে সঙ্গে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তিন বন্ধুর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামে। এখন ৩ জনের বাড়িতেই চলছে স্বজনদের আহাজারি।

এদিকে ওইদিন বিকালেই নিজ গ্রাম শাকতলা আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের তিন বন্ধুকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

এরা হলেন-ওই গ্রামের ইয়াছিনের ছেলে সাজ্জাদ (২০), রুহুল আমিনের ছেলে রিফাত (১৯) এবং নুরুল ইসলামের ছেলে দ্বীন মোহাম্মদ (১৯)।

চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের  বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকতলা গ্রামের ১১ জন বন্ধু চট্টগ্রাম গিয়ে ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে সকালে পাশের উপজেলা নাঙ্গলকোট হাসানপুর গিয়ে ট্রেনে ওঠেন।

এর মধ্যে তিন জন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন আর বাকি আট জন ভেতরে বসেন। ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ রেল ব্রিজ এলাকায় পৌঁছলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপনের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধুরই মৃত্যু হয়। ভেতরে থাকার কারণে বাকি  আট জন প্রাণে বেঁচে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকালে গেইটম্যান ছিল না।

এ সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ওইস্থান অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ব্রিজ সংলগ্ন ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, নিহতরা হলেন, ট্রাক চালক বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাহা এলাকার আবুল হাওলাদারের ছেলে মো. মিজান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার আবুল খায়েরের ছেলে মো. আশিক, মৃত আমির আলীর ছেলে মো. আবুল খায়ের (৩৫)। এঘটনায় দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা রুজু হয়েছে।

এআরএস

শেয়ার