Top
সর্বশেষ

সুবিধাবঞ্চিতদের জন্য শান্তিনীড়ের ঈদ উপহার

০৬ এপ্রিল, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিতদের জন্য শান্তিনীড়ের ঈদ উপহার

চট্টগ্রাম প্রতিনিধি:

ঈদের আনন্দ যাদের ছুঁতে পারেনা এমন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করল চট্টগ্রামের মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। গত শুক্রবার (৫ এপ্রিল) সংস্থার ১৪তম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংস্থার সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কর্মহীন ও অসহায় ৩২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর মধ্যে ছিল সেমাই, চিনি, তৈল, মটর ডাল, দুধ, আটা, আলু, লবণ, পেঁয়াজ, চাপাতা, নুডলস। এছাড়া শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, শান্তিনীড় উপদেষ্টা ও শিক্ষোন্নয়ন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, সংগঠনের উপদেষ্টা মীরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদেষ্টা মির্জা জসিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাংবাদিক এম. মাঈন উদ্দিন, মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যাপক সাইদুল ইসলাম, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর হোসেন, অভিযান ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ।

এআরএস

শেয়ার